গাছ চিনুন
গাছ চিনুনঃ যোয়ান

যোয়ান ইংরেজি নাম Bishop’s Weed।
যোয়ান বৈজ্ঞানিক নাম Trachyspermum ammi (Linn.) sprague।
প্রচলিত নাম জৈন/যোয়ান,
ইউনানী নাম আজওয়াইন (দেশী),
আয়ুর্বেদিক নাম যমানী, যোয়ান,
জগৎ Plantae,
শ্রেণীবিহীন Angiosperms, Eudicots, Asterids
বর্গ Apiales,
পরিবার Apiaceae,
গণ Trachyspermum,
প্রজাতি T. ammi,
দ্বিপদী নাম Trachyspermum ammi Sprague,
এটি একটি বর্ষজীবী উদ্ভিদ। এই গাছ সাধারনত ৬০-৯০ সে.মি. পর্যন্ত উঁচু হয়ে থাকে। যোয়ান গাছগুলো দেখতে প্রায় ধনে গাছের মত। ছত্রাকারে সাদা রং এর ফুল হয়। এর বীজ অনেকটা রাঁধুনীর বীজের মত গোলাকার। তবে অপেক্ষাকৃত ছোট। বীজের গন্ধ অতীব তীব্র। পৌষ - মাঘ মাসে এর থেকে ফুল এবং তারপর ফল হয়। যোয়ান গাছের ফলকে যোয়ান বলা হয়। এই গাছ বাংলাদেশ ও ভারতের প্রায় সব প্রদেশেই এই গাছ জন্মে। এই গাছের ফল বীজ ও তেল ঔষধ হিসবে ব্যবহার করা হয়।