ত্বকের কালচে ভাব দূর হবে পাকা পেঁপেতে | 20fours
logo
আপডেট : ১২ নভেম্বর, ২০১৮ ২৩:০২
ত্বকের কালচে ভাব
ত্বকের কালচে ভাব দূর হবে পাকা পেঁপেতে
Desk

ত্বকের কালচে ভাব দূর হবে পাকা পেঁপেতে

ত্বকের কালচে ভাব খুবই সাধারণ একটি সমস্যা। এই কালচে দাগের কারণে ত্বক রুক্ষ ও মলিন মনে হয়। সূর্যের ক্ষতিকর রশ্মি, ভিটামিনের অভাব, রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ ক্রিম, দুশ্চিন্তা ও কম ঘুমানোর কারণে ত্বকের উজ্জ্বলতা নষ্ট হয়। তাই অবলম্বন করতে হবে বিশেষ সতর্কতা। অনেকেই এই কালচে ভাব দূর করতে ব্যবহার করেন নানান রকম ক্রিম যা ত্বকের জন্য ক্ষতিকর। তাই আজকের লেখাতে আপনাদের জন্য থাকছে কালচে ভাব দূর করতে পাকা পেঁপের একটি প্যাক।

আসুন তাহলে এবার জেনে নেই কালচে ভাব দূর করতে পাকা পেঁপের প্যাক তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। পাকা পেঁপে
২। ডিমের সাদা অংশ
৩। তরমুজের রস
৪। লেবুর রস
৫। মধু

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। দুই চামচ পাকা পেঁপের সাথে এক চা চামচ লেবুর রস,এক চা চামচ তরমুজে,রস  ১ চা চামচ মধু এবং তার সাথে আধখানা ডিমের সাদা অংশ সবগুলো একসাথে নিয়ে ভালো করে মিশ্রণ করে নিন।

২। মিশ্রণ তৈরি হয়ে গেলো যে স্থানগুলোতে কালচে ভাব এসেছে সেই স্থানগুলোতে মিশ্রণটি লাগিয়ে নিন।

৩। ৩০ মিনিট ছায়ায় বসে থেকে শুকাতে দিন এবং শুকিয়ে গেলে তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

এভাবে সপ্তাহে ৩দিন ব্যবহার করুন এবং এভাবে টানা ২ মাস ব্যবহার করলেই দেখবেন আপনার ত্বকের কালচে ভাব আর থাকবে না।