Logo
ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
প্রাকৃতিক ক্লিনজিং লোশন

প্রাকৃতিক ক্লিনজিং লোশন

desk | আপডেট : ১৪ নভেম্বর, ২০১৮ ১০:২৭
প্রাকৃতিক ক্লিনজিং লোশন

ত্বকের ধরন যেমনই হোক না কেন গরমের দিনে দুই থেকে তিনবার মুখ পরিষ্কার করা অতি প্রয়োজন। কারণ গরমের সময় ত্বকে ঘাম ও তৈল নিঃসরণের পরিমাণ বেড়ে যায়। এর ওপর ধুলো-ময়লা, নোংরা, গাড়ির ধোঁয়া সব জমতে থাকে যা লোমকূপে জমে ত্বকের ক্ষতি করে। ফলে ত্বক হয় অনুজ্জ্বল-নির্জীব এবং বাড়তে থাকে র‌্যাশ ও ব্রণের সমস্যা আর এই জন্যই ‘ক্লিনজিং ইস এ মাস্ট’। আর তাই আজকের লেখাতে থাকছে আপনাদের জন্য প্রাকৃতিক ক্লিনজিং লোশন।

আসুন তাহলে এবার জেনে নেই প্রাকৃতিক ক্লিনজিং লোশন তৈরি পদ্ধতিঃ

তৈরিতে যা যা লাগবেঃ
১। চালের গুঁড়া
২। চায়ের লিকার
৩। মধু

প্রস্তুত প্রণালী এবং ব্যবহার পদ্ধতিঃ
১। প্রথমে ২ টেবিল চামচ চালের গুঁড়া এর সাথে ৪ টেবিল চামচ চায়ের লিকার এবং ১ টেবিল চামচ মধু একটি পরিষ্কার ছোট বাটিতে ভাল করে মিশিয়ে নিন। পুরো মিশ্রণটি একটা ঘন লোশনে পরিণত হবে।

২। এবার এই লেশন আপনার শরীরের খোলা অংশগুলোতে যেখানে আপনার প্রয়োজন সেখানে লাগান। এবং লাগানোর পর ৩০ মিনিট অপেক্ষা করুন এরপর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলে পরিষ্কার নরম তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।

সপ্তাহে প্রতিদিন এটি ব্যবহার করলে ধীরে ধীরে আপনার ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়ে উঠবে।

উপরে